ফেইসবুকে প্রোফাইল হাইড রাখার ফিচারটি বন্ধ হয়ে যাচ্ছে অচিরেই
দেরি না করে এইখানে ক্লিক করে জেনে নিন
জনপ্রিয় সোশাল মিডিয়া ফেইসবুকে অপরিচিত ব্যক্তিদের ফ্রেন্ড রিকোয়েস্ট এবং অন্যান্য অনাকাক্সিক্ষত ঝামেলা এড়াতে নিজের প্রোফাইল লুকিয়ে রাখার জন্য যে ফিচারটি ছিল, তা খুব শীঘ্রই বন্ধ করে দিতে যাচ্ছে ফেইসবুক কর্তৃপক্ষ।
মার্কিন এক সংবাদপত্রের এক প্রতিবেদন থেকে জানা গেছে, প্রোফাইল হাইড করে রাখার ফিচারটি খুব কম ব্যবহার হওয়ায় ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেইসবুক।
ওই ফিচারটি ব্যবহার করে ফেইসবুকে নিজের প্রেফাইল হাইড করার পাশাপাশি তার প্রোফাইলটি কে কে দেখতে পারবে, সেটিও নির্দিষ্ট করে দিতে পারতেন একজন ব্যবহারকারী।
নিজেদের সাইটটির সার্চ ফিচার নতুনভাবে তৈরি করছে ফেইসবুক। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার প্রোফাইল লুকিয়ে রাখার ফিচারটি পরিবর্তনের খবর জানিয়েছে ফেইসবুক কর্তৃপক্ষ।
No comments:
Post a Comment